গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা, পটুয়াখালী জেলা কার্যালয়, ৩৮১-এ-০১, আর.জে ভবন (৩য় তলা), ছোট চৌরাস্তা,পটুয়াখালী ৮৬০০, পটুয়াখালী।
কি ভাবে যোগাযোগ করবেন?
রাজধানী ঢাকা হতে পটুয়াখালীর সড়কপথে দূরত্ব ৩১৯ কি:মি:। স্থলপথ ও জলপথে পটুয়াখালীতে আসা যায়। নিম্নে এই দুটি পথে পটুয়াখালী আগমনের প্রাথমিক তথ্যাদি তুলে ধরা হলো:
সড়ক পথ: ঢাকার গাবতলী ও সায়েদাবাদ থেকে বাসযোগে পটুয়াখালী যাওয়া যায়। রুট দুটির একটি হলো ঢাকা-মাওয়া-বরিশাল-পটুয়াখালী এবং অন্যটি হলো ঢাকা-আরিচা-বরিশাল-পটুয়াখালী। ভাড়া ৪৫০ থেকে ৭০০ টাকার মধ্যে।
নদী পথে: সবচেয়ে আরামদায়ক ও কম খরচে ঢাকা থেকে পটুয়াখালী যাওয়া যায়। লঞ্চে সাধারণ যাত্রীদের ভাড়া ১০০-১৫০ টাকা এবং বিলাসবহুল যাত্রীদের জন্য কেবিন ভাড়া ১০০০ টাকা।
ওয়েভ সাইট : http://jms.patuakhali.gov.bd/
Facebook : https://www.facebook.com/profile.php?id=100012658831140
Facebook page : https://www.facebook.com/jmspatuakhali/
E-Mail :- jmspatuakhali@gmail.com
Google Maps: https://goo.gl/maps/TfJpnnWZWP4kYUNr9
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস