Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেলাই ও এমব্রয়ডারী কোর্সে ৫১তম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি-২০২২
বিস্তারিত

          

সেলাই ও এমব্রয়ডারী কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি-2022

            এত দ্বারা পটুয়াখালী জেলার সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা, কর্তৃক পরিচালিত “সেলাই ও এমব্রয়ডারী” কোর্সে 51তম ব্যাচে (মার্চ 2022 থেকে জুন 2022খ্রিঃ) পর্যন্ত প্রভাতি ও দিবা শাখায় শুধু মাত্র মহিলাদের ভর্তি নেয়া হবে। ভর্তি ইচ্ছুক প্রার্থীদের আগামী 23/02/2022খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন জাতীয় মহিলা সংস্থা, পটুয়াখালী জেলা কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হলো।

ভর্তি শর্তাবলী

  • শিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার, মধ্যবিত্ত, দারিদ্র, অসহায় ও দুঃস্থ মহিলাগণ ভর্তির জন্য আবেদনের যোগ্য হবেন।
  • আবেদনকারীর বয়স কমপক্ষে 18 থেকে 50 বছর পর্যন্ত হতে হবে।
  • আবেদনকারীকে কমপক্ষে 5ম শ্রেণী পাস হতে হবে।
  • ভর্তি আবেদন পত্র জমা দেয়ার সময় আবেদনকারীকে 02 (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র এর সত্যায়িত ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
  • প্রতি শিফটে 15 (পনের) জন করে 2টি শিফটে মোট 30 (ত্রিশ) জন প্রশিক্ষণার্থীকে 4 মাস মেয়াদে প্রশিক্ষণ দেয়া হবে।
  • সকাল ৯:৩০ থেকে দুপুর ১২:৩০ মিঃ পর্যন্ত প্রভাতি শাখার এবং দুপুর ১:৩০ থেকে বিকাল ৪:৩০ মিঃ পর্যন্ত দিবা শাখার ক্লাস চলবে।
  • সপ্তাহে ৫ (পাঁচ) দিন ক্লাস হবে। সরকারী ছুটির দিনে ক্লাস বন্ধ থাকবে।
  • প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার জন্য কোন ভর্তি ফি প্রদান করতে হবে না। যদি কেউ ভর্তি বা ঋণ পাওয়ার জন্য টাকা দিয়ে থাকেন তা প্রমানিত হলে তার ভর্তি এবং ঋণ প্রস্তাব বাতিল করা হবে।
  • প্রশিক্ষণার্থীদেরকে দৈনিক উপস্থিতি অনুযায়ী 100/-(একশত) টাকা হারে প্রশিক্ষণ ভাতা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নগদ অথবা মোবাইল ব্যংকিং এর মাধ্যমে প্রদান করা হবে। সরকারি বন্ধ এবং অন্যান্য যে কোন অনুপস্থিতির কারণে প্রশিক্ষণার্থীকে ভাতা দেয়া হবে না।
  • একাধারে ০৩ (তিন) দিন বিলম্ব হলে তাকে একদিন অনুপস্থিত হিসাবে গণ্য করে ভাতা কর্তন করা হবে। কোন কারন ব্যতীত একাধারে ০৩ (তিন) দিন অনুপস্থিত থাকলে তাকে প্রশিক্ষণ কার্যক্রম থেকে বহিস্কার করা হবে। তবে অসুস্থ্যতাজনিত কারনে অনুপস্থিত থাকলে আবেদনের মাধ্যমে ছুটি নিতে হবে।
  • সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী প্রশিক্ষণার্থীকে কোর্স সমাপনী পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত গ্রেড অনুসারে সনদপত্র দেয়া হবে।
  • সনদপত্রে নম্বর সহ গ্রেডিং উল্লেখ থাকবে।
  • প্রশিক্ষণ শেষে সফল ও দক্ষ প্রশিক্ষণার্থীদেরকে ক্ষুদ্র প্রকল্প/ব্যবসা চালু করার জন্য একক বা দলীয়ভাবে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে ন্যূনতম ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যেতে পারে।
  • অনিয়ম/অসদাচরণের জন্য কেউ একবার বহিস্কার হলে তাকে আর প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করতে দেয়া হবে না।
  • প্রশিক্ষণার্থীকে সংস্থার সকল শর্তসমূহ প্রশিক্ষণ চলাকালীন সময় অবশ্যই মেনে চলতে হবে।
  • প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থী নিয়ম শৃংখলার পরিপন্থি কোন কাজ করলে তার ভর্তি বাতিল করা হবে।
  • প্রশিক্ষণার্থীকে সংস্থার নির্দেশক্রমে সরকারী বিভিন্ন কর্মকান্ডে (সরকারি অনুষ্ঠান, সমাবেশ ও জাতীয় দিবস সমূহ) অংশগ্রহণ করতে হবে।
  • মৌখিক পরীক্ষর জন্য আগামী 24/02/2022 খ্রিঃ তারিখে সকাল 10.00 ঘটিকায় অফিস কার্যালয় উপস্থিত থাকতে হবে।
  • বাছাইকৃত প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত তালিকা আগামী 28/02/2022 খ্রিঃ তারিখে সংস্থার নোটিশ বোর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েব সাইটে (www.jms.patuakhali.gov.bd) প্রকাশ করা হবে।


স্বাক্ষরিত//

মোহাম্মদ কামাল হোসেন

জেলা প্রশাসক, পটুয়াখালী

চেয়ারম্যান

জাতীয় মহিলা সংস্থা

জেলা কার্যালয়, পটুয়াখালী।

প্রকাশের তারিখ
16/02/2022
আর্কাইভ তারিখ
28/02/2022