এতদ্বারা পটুয়াখালী জেলার সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা, পটুয়াখালী জেলা কার্যালয় কর্তৃক মাননীয় প্রধান মন্ত্রীর মিশন ও ভিশন 2041 সালের মধ্যে বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষিত বেকার মহিলাদের কর্মদক্ষতা বৃদ্ধিকরে উদ্যোক্তা ও স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য জাতীয় মহিলা সংস্থা, পটুয়াখালী জেলা কার্যালয় পরিচালিত মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স-এ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত (বেসিক ট্রেড 360 ঘন্টা) জুলাই 2024 - ডিসেম্বর 2024 সেশনে সম্পূর্ণ বিনা খরচে শুধুমাত্র মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে। উল্লেখ থাকে যে, দারিদ্র ও বিধবাদের অগ্রাধিকার দেয়া হবে। ভর্তি ইচ্ছুক আগ্রহী প্রার্থীদেরকে আগামী 25/06/2024 খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জাতীয় মহিলা সংস্থা, পটুয়াখালী জেলা কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস