এতদ্বারা পটুয়াখালী জেলার সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা, পটুয়াখালী জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত ২০২৪-২০২৫ অর্থ বছরের “সেলাই ও এমব্রয়ারী” কোর্সে ৫৯তম ব্যাচে 0৪ (চার) মাস মেয়াদী (নভেম্বর-২০২৪ থেকে ফেব্রুয়ারি-২০২৫) পর্যন্ত প্রভাতী ও দিবা শাখায় শিক্ষিত, অর্ধ শিক্ষিত, বেকার, দরিদ্র, অসহয়, বিধবা, তালাকপ্রাপ্ত ও দুঃস্থ শুধুমাত্র মহিলাদের ভর্তি করা হবে। প্রশিক্ষণার্থীদেরকে দৈনিক উপস্থিতির ভিত্তিতে 100/-(একশত) টাকা হারে “প্রশিক্ষণ ভাতা” নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে। সরকারি বন্ধ এবং অন্যান্য যে কোন অনুপস্থিতির কারণে প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে না। ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে আগামী 27/10/2024 খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জাতীয় মহিলা সংস্থা, পটুয়াখালী জেলা কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ (বিনা মূল্যে) ও জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS